Showing posts with label Joks. Show all posts
Showing posts with label Joks. Show all posts

Monday, December 17, 2018

Bangla Joks


োকস 10+
চান্দু একবার বাংলা পরীক্ষা দিতে গেলো!! পরীক্ষায় সবই কমন শুধু রচনা বাদে!! রচনা আসছে হাঁস নিয়ে!! কিন্তু চান্দু বেচারা তো আর এইটা পড়ে নাই!! তবুও সে চেষ্টা করলো!! আসুন দেখি তার চেষ্টাটা কেমন হয়েছিলো!!

হাঁস(যেই প্রাণী সারাক্ষণ প্যাঁকপ্যাঁক করে আর খায়)

আমি হাঁস পছন্দ করি!! আমার বাসার সবাইও মনে হয় পছন্দ করে!! যদিও আমাকে বলে না, কিন্তু আমি বুঝি!! হাঁস পানিতে থাকে!! আমিও পানি খাই!! আমার পাশের বাসার আঙ্কেল মদ খায়!! মদ খুব খারাপ একটা জিনিস!! এইটা কিন্তু আমি বলি নাই!! এইটা জ্ঞানী গুণী লোকেরা বলছে!! আমার একটা লাঠি আছে!! লাঠি পানিতে সাতার কাটে হাঁস ও পানিতে সাতার কাটে!! মনে হয় তারা আপন ভাইবোন!! হাঁস পানিতে গোসল করে আমিও পানিতে গোসল করি!! আমার গোসল করতে মাত্র পাঁচ মিনিট লাগে কিন্ত হাঁস সারাদিন লাগিয়ে গোসল করে!! এই জন্য হাঁস দেখতে এত সাদা!! আর আমার গাঁয়ের রঙটা একটু ময়লা!! বেশি না, সামান্য ময়লা!! আমি হাঁস খুব ভালোবাসি!! হাঁসও আমাকে খুব ভালোবাসে!!

একটা কথা বলতে ভুলে গেছি!! হাঁস দেখতে ঠিক আমার বউয়ের মত!!

Bangla Joks

গালফ্রেন্ডঃ আমার
কোলে এটা কে বলোতো ?
আবুলঃ কুত্তা ।
গার্লফ্রেন্ডঃ কিইইইই !!
এইটা কুত্তা না, এর
নাম
এলিয়েথ।
কি কিউট তাই না ??
আবুলঃ ওওও হুম !!!
২ মিনিট পর......
গার্লফ্রেন্ডঃ এই,
আজ
তো বললা না,
আমাকে কেমন
লাগছে ?
আবুলঃ ঠিক
এলিয়েথের মত
লাগছে।
গার্লফ্রেন্ডঃ তুমি আমাকে এই
কুকুরের
সাথে তুলনা করলা ?
আবুলঃ এইটা কুকুর না,
এর নাম
এলিয়েথ।
কি কিউট তাই
না......???

Bangla Joks

একটি ৯ বছরের ছেলে আইসক্রিমএর
দোকানে ঢুকলো...
WAITER: বাবু কি লাগবে তোমার ?
BOY: "কোন" আইসক্রিম এর দাম কত?
WAITER: 15 টাকা ।
ছেলেটি তার পকেট
দেখলো এবং বলল "ছোট কোন
আইসক্রিমের দাম কত?"
WAITER বিরক্ত হয়ে বলল- "12 টাকা"
ছেলেটি ছোট "কোন" আইসক্রিম
দিতে বলল।
খাওয়ার পর সে বিল
দিয়ে চলে গেল...
যখন WAITER খালি প্লেট
নিতে এলো তার
চোখে পানি চলে আসলো....
ছোট্ট ছেলেটি তার জন্য 3
টাকা বকশিস রেখে গেল ।
মরাল- আপনার যা কিছু
আছে তা দিয়ে সবাইকে খুশি রাখার
চেষ্টা করুন কারণ এটাই তো জীবন,
নাকি ??

EARN PAYTM CASH FREE JUST SINGH UP

New Website Loot:- Vahan Technology😁 🔗WebSite Link:- CLICK HARE ✅Per Refer:- 2 Rs  ❤Signup and get :- 2 Rs.  📣Full Process-...

ad